ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

সেনাপ্রধানকে সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৮, ২৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে ‘কিং অব দি ব্যাটেল’ হিসেবে খ্যাত বাংলাদেশ সাঁজোয়া কোরের ‘৭ম কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত করা হয়েছে।  

আজ সোমবার বগুড়া সেনানিবাসস্থ বাংলাদেশ সাঁজোয়া কোরের প্রশিক্ষণ কেন্দ্র আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে তাকে ‘৭ম কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত করা হয়।

সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে সাঁজোয়া কোরের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে সাঁজোয়া কোরের জ্যেষ্ঠ অধিনায়ক ও সিনিয়র মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ এর র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

সেনাবাহিনী প্রধান সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হওয়ার পর এ কোরের সদস্যদের উদ্দেশ্যে দরবারে তিনি বক্তব্য প্রদান করেন। এ সময়ে আজিজ আহমেদ আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য সাঁজোয়া কোরের সকল সদস্যের প্রতি আহবান জানান।

পরে তিনি সাঁজোয়া কোর সেন্টার এন্ড স্কুলের কোয়ার্টার গার্ড পরিদর্শন ও শহীদদের স্বরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘সাঁজোয়া চিরন্তন’ এ পুষ্পস্তবক অর্পণ করেন। সেনাবাহিনী প্রধান সেখানে একটি গাছের চারা রোপন করেন।

সেনাবাহিনী প্রধান সাঁজোয়া কোরের ৩৯তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সকল অধিনায়কদের উদ্দেশ্যে তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সেনাসদর ও স্থানীয় ফরমেশনের উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি
  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি